বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশ এখন নেতৃত্বে — রোমে উদ্বোধিত হলো আন্তর্জাতিক জোটের নতুন কার্যালয়

গাজা ও সুদানে দুর্ভিক্ষের সময় বিশ্বকে এক করার আহ্বান রোম থেকে — ব্রাজিল ও বাংলাদেশের যুগ্ম উদ্যোগে নতুন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

PostImage

বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশ এখন নেতৃত্বে — রোমে উদ্বোধিত হলো আন্তর্জাতিক জোটের নতুন কার্যালয়


রোমে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্যবিরোধী জোটের নতুন কার্যালয়ের উদ্বোধনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও এফএও মহাপরিচালকের সঙ্গে যৌথ উদ্যোগ।  বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) মহাপরিচালক ড. কু দোংইউ-র সঙ্গে রোমে এফএও সদর দপ্তরে “গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি”-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন।

ব্রাজিল ও বাংলাদেশ যৌথভাবে এই বৈশ্বিক জোটের সহ-প্রতিষ্ঠাতা। প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলা এই উদ্যোগের ধারণা প্রথম দেন, যা আজ বাস্তব রূপ পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিন নেতা একসঙ্গে করমর্দন করেন এবং নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তারা জানান, এটি বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলার যাত্রায় একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক”, এবং বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তাকে তারা জোর দিয়ে উল্লেখ করেন।

বিশেষ করে গাজা ও সুদানে চলমান দুর্ভিক্ষ এবং বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে—এই প্রেক্ষাপটে নেতারা দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন,

“চলুন আমরা একসঙ্গে কাজ করি—ক্ষুধা মোকাবিলা করি, দারিদ্র্য দূর করি।”

প্রেসিডেন্ট লুলা এবং ড. কু দোংইউও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন, এই নতুন অংশীদারিত্ব বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের নতুন দিগন্ত উন্মোচন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের বেশ কয়েকজন মন্ত্রী ছাড়াও বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার উপস্থিত ছিলেন।

সিএসবি নিউজ-এর আরও খবর