বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, প্রতিরোধে দরকার খাদ্যাভ্যাস পরিবর্তন — স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
ক্যান্সার চিকিৎসায় লিনাক (Linear Accelerator) মেশিনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা জানান, সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন ক্রয়ের উদ্যোগ নিয়েছে। “আগামী কয়েক মাসের মধ্যেই এসব মেশিন দেশে এসে পৌঁছাবে। এতে দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে,” বলেন নূরজাহান বেগম।
বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, প্রতিরোধে দরকার খাদ্যাভ্যাস পরিবর্তন — স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫: বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্তন ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সার এখন জনস্বাস্থ্যের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভিন্ন চিকিৎসক, নার্স, ও স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞরা।
খাদ্যাভ্যাস পরিবর্তনই ক্যান্সার প্রতিরোধের মূল চাবিকাঠি
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন,
“আমাদের দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে আমাদেরকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।”
তিনি বলেন, প্রক্রিয়াজাত ও অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার পরিহার করে ফলমূল, শাকসবজি, ফাইবারসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মাদক বর্জন ক্যান্সার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৬৪ জেলায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান
নূরজাহান বেগম আরও বলেন,
“আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি।”
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ইতোমধ্যেই প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস ইউনিট স্থাপন করেছে এবং ধীরে ধীরে জেলা পর্যায়েও এই সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
নতুন লিনাক মেশিন আসছে দেশে
ক্যান্সার চিকিৎসায় লিনাক (Linear Accelerator) মেশিনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা জানান, সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন ক্রয়ের উদ্যোগ নিয়েছে।
“আগামী কয়েক মাসের মধ্যেই এসব মেশিন দেশে এসে পৌঁছাবে। এতে দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে,”
বলেন নূরজাহান বেগম।
বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলে প্রায় ২৫টির মতো লিনাক মেশিন চালু রয়েছে, যা দেশের বিপুল সংখ্যক রোগীর তুলনায় অত্যন্ত সীমিত। নতুন মেশিনগুলো চালু হলে চিকিৎসা সেবা আরো সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সময়মতো স্ক্রিনিংই বাঁচাতে পারে জীবন
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন,
“স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য লজ্জা বা ভয় না পেয়ে সময়মতো স্ক্রিনিং করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে ৩০ বছরের নিচের নারীদের মধ্যেও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। তাই বয়স নয়, উপসর্গই প্রধান বিবেচ্য। তিনি প্রত্যেক নারীকে প্রতি বছর ম্যামোগ্রাম বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করানোর পরামর্শ দেন।
সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে
নূরজাহান বেগম ইনস্টিটিউটের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“স্তন ক্যান্সার চিকিৎসায় যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইনস্টিটিউটকে অভিনন্দন জানাই। সরকার এ খাতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
পরিসংখ্যান:
-
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১.৫ লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়।
-
এর মধ্যে স্তন ক্যান্সার নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ, যা মোট নারী ক্যান্সারের প্রায় ২৫%।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, প্রতিরোধযোগ্য জীবনধারা পরিবর্তন (খাদ্যাভ্যাস, ব্যায়াম, ধূমপান বর্জন ইত্যাদি) ক্যান্সারের প্রায় ৪০% ঝুঁকি কমাতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ও সময়মতো পরীক্ষা ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সমাজে ক্যান্সার নিয়ে ভয় ও লজ্জা দূর করে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করাই এখন সময়ের দাবি।