প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত চায় ডিজি আবদুল জলিল
নবনিযুক্ত মহাপরিচালক মো. আবদুল জলিল গণযোগাযোগ অধিদপ্তরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর তথ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি সততা, পেশাদারিত্ব ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের গুরুত্বেও জোর দিয়েছেন।
প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত চায় ডিজি আবদুল জলিল
গণযোগাযোগ অধিদপ্তরকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : নবনিযুক্ত ডিজি আবদুল জলিল
ঢাকা, ১৪ অক্টোবর:
গণযোগাযোগ অধিদপ্তরকে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক মো. আবদুল জলিল। মঙ্গলবার সকালে রাজধানীর তথ্য ভবনের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
মতবিনিময় সভায় মো. আবদুল জলিল বলেন, “গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দেশের তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জনগণের দোরগোড়ায় সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত করতে হলে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “তারুণ্যের উৎসব ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। জনগণকে সচেতন করতে এবং জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে তথ্যপ্রবাহের গুণগত মান উন্নয়ন জরুরি।”
নারী সহকর্মীদের প্রতি পেশাদারিত্ব ও সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে ডিজি বলেন, “কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। এটি একটি সুস্থ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করবে।”
তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সবার সহযোগিতা কামনা করছি।”
মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে যারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন, তাদের দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও আন্তরিকতা দেখাতে হবে। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগই গণযোগাযোগ অধিদপ্তরের শক্তি।”
সভায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনুসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।