অপপ্রচার নয়, কাজ দিয়ে প্রমাণ—জনগণের পাশে বিএনপি

শার্শায় উন্নয়ন, মাদকমুক্ত সমাজ ও জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি — আবুল হাসান জহির

PostImage

অপপ্রচার নয়, কাজ দিয়ে প্রমাণ—জনগণের পাশে বিএনপি


শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, “দেশের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” তিনি জোর দিয়ে বলেন, শার্শা উপজেলা বিএনপি এসব লক্ষ্যকে সামনে রেখে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে।

চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ ভিত্তিহীন


সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগের বিষয়ে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমাদের দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। কিছু পক্ষ বিএনপির ভাবমূর্তি নষ্টের জন্য পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কঠোর নির্দেশনা রয়েছে যে, দলের কোনো পর্যায়েই চাঁদাবাজ, ভূমিদস্যু বা দখলদারদের স্থান নেই। যারা এ নির্দেশ অমান্য করেছে, তাদের ইতোমধ্যে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

“আমরা নিয়মিতভাবে দলীয় সভা-সমাবেশে সততা, শৃঙ্খলা ও জনগণের সেবা মনোভাব বজায় রাখার নির্দেশনা দিচ্ছি,” বলেন জহির।

ইন্ডিয়ার সঙ্গে সীমান্ত ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবি

শার্শা সীমান্ত অঞ্চলের স্থায়ী সমস্যা হিসেবে ভারতীয় পানি প্রবাহ ও জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “প্রতিনিয়ত ভারত থেকে পানি ঢুকে আমাদের কৃষিজমি প্লাবিত করছে, ফসল নষ্ট হচ্ছে। সরকারের উচিত এ বিষয়ে কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া, যাতে যৌথ আলোচনার মাধ্যমে সুইজ গেট বা প্রয়োজনীয় বাঁধ নির্মাণ করা যায়।”

তিনি আরও জানান, শার্শার বন্দর ও সীমান্ত এলাকার মাধ্যমে সরকার প্রতিবছর প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে, অথচ স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নদী ব্যবস্থাপনায় তেমন কোনো উদ্যোগ দেখা যায় না।

শিক্ষা ব্যবস্থার ধস ও সংস্কারের প্রস্তাব

শিক্ষার অবনতি প্রসঙ্গে জহির বলেন, “আমাদের স্কুল-কলেজগুলোর শিক্ষার মান ভয়াবহভাবে নষ্ট হয়েছে। ছাত্রছাত্রীরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। সমাজকে টিকিয়ে রাখতে হলে প্রথমে শিক্ষাকে ফিরিয়ে আনতে হবে। অভিভাবক, শিক্ষক, ও স্থানীয় প্রশাসনকে একসাথে কাজ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”


মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার


তিনি সীমান্ত এলাকায় মাদক প্রবাহের ভয়াবহতা তুলে ধরে বলেন,

“সীমান্তবর্তী হওয়ায় আমাদের এলাকায় অবাধে মাদক প্রবেশ করছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। প্রশাসন দুর্বল অবস্থায় আছে, কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী আন্দোলন জোরদার করবো। সমাজকে মাদকমুক্ত করতে না পারলে উন্নয়ন বা নৈতিকতা কোনোটাই সম্ভব নয়।”


নারী উদ্যোক্তা ও যুব কর্মসংস্থান

স্থানীয় উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিএনপি সভাপতি বলেন, “আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারদের চাকরির ব্যবস্থা, নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণের মাধ্যমে সহায়তা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করা — এগুলোই হবে আমাদের অগ্রাধিকার।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ 


জহির গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনধারা ও সততা।

তিনি বলেন “জিয়াউর রহমান ছিলেন নিষ্ঠাবান, সৎ ও কর্মঠ নেতা। রাষ্ট্রপ্রধান হয়েও তিনি কখনো বিলাসিতা করেননি, বরং সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। আমরা তারই আদর্শে রাজনীতি করছি, দলের কর্মীদেরকেও সেই শিক্ষা দিচ্ছি — লোভ, দুর্নীতি ও স্বার্থপরতা থেকে দূরে থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য হলো জিয়াউর রহমানের মতো দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে অন্তত ৯০ শতাংশ হলেও তার মতো সততা অর্জন করা।”

রাজনৈতিক প্রেক্ষাপট

শার্শা উপজেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা, যেখানে অবস্থিত দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে।

জহির বলেন,

“আমরা শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে — এটিই আমাদের দাবি।”

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহিরের মতে, দেশের উন্নয়ন, শিক্ষা সংস্কার, মাদক নির্মূল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভর বাংলাদেশ গঠন সম্ভব।

তিনি বলেন,

“জনগণের পাশে থেকে কাজ করাই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”


#BNP #ZiaurRahman #Sharsha #Benapole #Development #Education #AntiDrug #TariqueRahman #BangladeshPolitics #BNPLeadership


সিএসবি নিউজ-এর আরও খবর