মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল অভিযোগে ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল
“কিছু ব্যবসায়িক নির্বাহী ও করপোরেট নেতৃত্বকে ফেন্টানিল প্রিকার্সর পাচারের সঙ্গে জড়িত থাকার কারণে ভিসা বাতিল করা হয়েছে।” ফেন্টানিল প্রিকার্সর বলতে বোঝানো হয় এমন ওষুধ ও রাসায়নিক উপাদান, যেমন ট্রাঙ্কুলাইজারসহ অন্যান্য পদার্থ, যা এই মারাত্মক মাদক তৈরিতে ব্যবহৃত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল অভিযোগে ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানিল উপাদান বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের কয়েকজন ব্যবসায়িক নির্বাহীর ভিসা বাতিল ও অস্বীকার করেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে ওই ব্যবসায়ীদের নাম বা তাদের ব্যবসার প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “কিছু ব্যবসায়িক নির্বাহী ও করপোরেট নেতৃত্বকে ফেন্টানিল প্রিকার্সর পাচারের সঙ্গে জড়িত থাকার কারণে ভিসা বাতিল করা হয়েছে।” ফেন্টানিল প্রিকার্সর বলতে বোঝানো হয় এমন ওষুধ ও রাসায়নিক উপাদান, যেমন ট্রাঙ্কুলাইজারসহ অন্যান্য পদার্থ, যা এই মারাত্মক মাদক তৈরিতে ব্যবহৃত হয়।
এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে—বিশেষত ভারতের রাশিয়ান তেল আমদানির কারণে। ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারত যুক্তি দেখিয়েছে, ইউরোপীয় মিত্ররাও এখনো রাশিয়ান জ্বালানি কিনছে। তবে এই সপ্তাহেই উভয় দেশের মধ্যে নানা পর্যায়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যা সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, মার্কিন প্রশাসন কংগ্রেসে একটি ঘোষণাপত্র জমা দিয়েছে, যেখানে ভারতকে ২৩টি “প্রধান মাদক পরিবহন বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশ”-এর তালিকায় রাখা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “আমরা ভারতের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য কৃতজ্ঞ। এই যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করলেই কেবল আমরা এ ধরনের আন্তঃসীমান্ত হুমকি প্রতিরোধ করতে পারব এবং আমাদের জনগণকে অবৈধ মাদক থেকে নিরাপদ রাখতে সক্ষম হব।”
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের অতিরিক্ত সেবনে গত কয়েক বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত বছর দেশটিতে ৮০,৩৯১ জন মাদকাসক্তের মৃত্যু হয়েছে, যার অর্ধেকের বেশি ফেন্টানিলের কারণে। ২০২৩ সালে একাই ফেন্টানিল কেড়ে নিয়েছিল ৭৬,২৮২ মানুষের প্রাণ। ট্রাম্প প্রশাসন বর্তমানে সরকারের কথিত “ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ” আরও জোরদার করছে।