বিশ্ব শুধু দেখছেই না, ভারতের ওপর ভরসাও করছে: টোকিওতে প্রধানমন্ত্রী মোদি
ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রায় সাত বছর পর এটি মোদির জাপানে প্রথম একক সফর।
বিশ্ব শুধু দেখছেই না, ভারতের ওপর ভরসাও করছে: টোকিওতে প্রধানমন্ত্রী মোদি
টোকিও সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “বিশ্ব শুধু আমাদের দিকে তাকিয়েই নেই, বরং ভারতের ওপর ভরসা করছে।”
ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রায় সাত বছর পর এটি মোদির জাপানে প্রথম একক সফর।
ভারতের জাপান দূত সিবি জর্জ জানান, দুই দেশের মধ্যে শুধু সমঝোতা স্মারক (MoU) সই নয়, প্রধানমন্ত্রী মোদি ও জাপানের প্রধানমন্ত্রী বর্তমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও বিস্তারিত আলোচনা করবেন। এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্য যুদ্ধও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
আগামী দুই দিনে মোদি ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নেওয়া, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার গতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেবেন।