যুক্তরাষ্ট্র মনে করে নিরাপত্তা নিশ্চয়তা ও ভূখণ্ডের প্রশ্নই ইউক্রেন শান্তি চুক্তির মূল — জেডি ভ্যান্স

ভ্যান্সের মন্তব্য আসে এমন সময় যখন ইউক্রেন সংকটের সমাধানের অংশ হিসেবে পশ্চিমা সামরিক সদস্যদের ইউক্রেনে মোতায়েনের বিষয়টি আবারও আলোচনায় উঠেছে। সোমবার ওয়াশিংটনে ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের পর ইউরোপীয় রাজনীতিবিদরা এ নিয়ে সক্রিয় আলোচনা শুরু করেছেন।

PostImage

যুক্তরাষ্ট্র মনে করে নিরাপত্তা নিশ্চয়তা ও ভূখণ্ডের প্রশ্নই ইউক্রেন শান্তি চুক্তির মূল — জেডি ভ্যান্স


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও ভূখণ্ডগত প্রশ্নের সমাধানই শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রধান উপাদান হবে।

তিনি বলেন, “মূলত, মতপার্থক্য হচ্ছে— নিরাপত্তা নিশ্চয়তা বনাম ইউক্রেনে যুদ্ধরেখা কোথায় টানা হবে। আমরা আসলে দুটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করেছি— একটি ইউক্রেনের জন্য, একটি রাশিয়ার জন্য। আমি মনে করি, যদি এই বিষয়গুলো সমাধান হয়, তাহলে সেটিই হবে সমঝোতার আসল ফল।”

ভ্যান্সের মন্তব্য আসে এমন সময় যখন ইউক্রেন সংকটের সমাধানের অংশ হিসেবে পশ্চিমা সামরিক সদস্যদের ইউক্রেনে মোতায়েনের বিষয়টি আবারও আলোচনায় উঠেছে। সোমবার ওয়াশিংটনে ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের পর ইউরোপীয় রাজনীতিবিদরা এ নিয়ে সক্রিয় আলোচনা শুরু করেছেন।

তবে মস্কো স্পষ্ট করেছে যে, ইউক্রেনে ন্যাটো সেনা উপস্থিতি তারা মেনে নেবে না। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে গিয়ে যদি “ইউক্রেনের ভূখণ্ডের কোনো অংশে বিদেশি সামরিক হস্তক্ষেপ” হয়, তবে সেটি রাশিয়ার জন্য গ্রহণযোগ্য হবে না।

সিএসবি নিউজ-এর আরও খবর