প্রফেসর ইউনুসের আহ্বান: সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন তৈরি করুন
তিনি উদ্ভাবনী ধারণা দিয়েছেন, যেমন এমন ছাদ তৈরি করা যা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যাবে। এছাড়া, বস্তি ও অনানুষ্ঠানিক বসতিতে আবাসন, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান করা জরুরি।
প্রফেসর ইউনুসের আহ্বান: সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন তৈরি করুন
নিউ ইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (CSB News USA) – প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জাতিসংঘের হ্যাবিট্যাটকে (UN-Habitat) বাংলাদেশের জন্য সাশ্রয়ী ও টেকসই আবাসন তৈরি করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বন্যা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ে প্রায়ই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই তাদের জন্য বিশেষ ধরনের আবাসন প্রয়োজন।
তিনি উদ্ভাবনী ধারণা দিয়েছেন, যেমন এমন ছাদ তৈরি করা যা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যাবে। এছাড়া, বস্তি ও অনানুষ্ঠানিক বসতিতে আবাসন, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান করা জরুরি।
প্রফেসর ইউনুস বলেন, আবাসন নারী-বান্ধব হওয়া উচিত যাতে নারীদের দৈনন্দিন জীবন সহজ হয়। এছাড়া বাংলাদেশের এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী জন্য টেকসই আবাসনের প্রয়োজন রয়েছে।
তিনি UN-Habitat-কে বার্ষিক বৈশ্বিক ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে জলবায়ু-সহনশীল ও সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা করার প্রস্তাব দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন UN-Habitat-এর নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসব্যাচ, হাউজিং ও ইন্ডাস্ট্রিজ উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুপ্তি সিদ্দিকী এবং SDG কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদ।