পাকিস্তান সুপ্রিম কোর্টে ইমরান খানকে ৯ মে–এর আট মামলায় জামিন
প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ—যার অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফি সিদ্দিকী এবং বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব—এ শুনানি পরিচালনা করেন বলে জিও নিউজ জানিয়েছে।
পাকিস্তান সুপ্রিম কোর্টে ইমরান খানকে ৯ মে–এর আট মামলায় জামিন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের ৯ মে’র অস্থিরতা–সংক্রান্ত আটটি মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
গত বছরের দেশব্যাপী বিক্ষোভ ও সরকারি ও সামরিক স্থাপনায় হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার শুনানির সময় এ রায় দেওয়া হয়।
প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ—যার অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফি সিদ্দিকী এবং বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব—এ শুনানি পরিচালনা করেন বলে জিও নিউজ জানিয়েছে।
যদিও আদালতের এ রায়ের মাধ্যমে খান কিছুটা স্বস্তি পেলেও তার তাৎক্ষণিক মুক্তি এখনো অনিশ্চিত। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। রাষ্ট্রীয় উপহার দুর্নীতি মামলায় এবং ১৯০ মিলিয়ন পাউন্ড–সংক্রান্ত আরেক মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। এছাড়া ৯ মে’র দাঙ্গার আরও কয়েকটি মামলা এখনো বিচারাধীন রয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্টে একে “ইমরান খানের বিজয়” বলে আখ্যায়িত করেছে। দলটি খানের একটি ভিডিওও শেয়ার করেছে, যেখানে তিনি বলেন:
“একটা বিষয় মনে রাখবেন: যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তখনই বুঝবেন ভোর আসতে চলেছে।”