জেন জি আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা
মাদাগাস্কারে ব্যাপক যুব আন্দোলন ও সেনা বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করেছেন। পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন
জেন জি আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা
অ্যান্টানানারিভো, ১৩ অক্টোবর (রয়টার্স) — ব্যাপক যুব আন্দোলন ও সেনা বিদ্রোহের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে সোমবার জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও কর্মকর্তারা।
বিরোধী নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো জানিয়েছেন, সেনাবাহিনীর বিশেষ ইউনিট আন্দোলনকারীদের পক্ষে যোগ দেওয়ার পর রবিবার রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। সামরিক সূত্র জানায়, তিনি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়েছেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে একটি চুক্তি করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও তা দ্রুত দুর্নীতি, শাসনব্যবস্থা ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। তরুণ প্রজন্মের “জেন জি” নেতৃত্বাধীন এই বিক্ষোভ বিশ্বব্যাপী তরুণদের আন্দোলনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
রাজোয়েলিনার ক্ষমতা টালমাটাল হয়ে পড়ে যখন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ক্যাপস্যাট আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। রাজধানী অ্যান্টানানারিভোতে হাজার হাজার মানুষ স্লোগান তুলেছে — “প্রেসিডেন্ট এখনই পদত্যাগ করুক।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। প্রায় ৩ কোটি জনসংখ্যার মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, যেখানে তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।