ওয়াশিংটন, ৮ অক্টোবর — হামাসের ভয়াবহ ৭ অক্টোবরের হামলার এক বছর পূর্তিতে আয়োজিত জিম্মিদের পরিবার ও বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে এক অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিশ্ব যেভাবে জানে, যেভাবে দেখে— সেই ২০ জন জীবিত জিম্মির বর্তমান পরিস্থিতি, তা কেবল আপনাদের কারণেই। আপনারাই সেই সুড়ঙ্গের ক্যামেরা, আপনারাই সেই কণ্ঠস্বর, যারা বিশ্বকে ভুলতে দেননি। আপনাদের দৃঢ়তা আমাদের অনুপ্রাণিত করেছে।”
রুবিও আরও বলেন, হামাসের বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংগ্রাম মানবতার পক্ষে এক অবিচল প্রতীক। যুক্তরাষ্ট্র এসব পরিবারের পাশে থাকবে এবং সকল জিম্মিকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে, যেখানে শতাধিক পরিবার, মানবাধিকারকর্মী এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।